সেদিন বিকেলে দেবদারু গাছের ছায়ায়
তুমি আর আমি হেঁটে গেছি বহুদূর;
মনে কি আছে তোমার সেই বাতাসের সুর?
সবুজ ছায়ার মায়া ছেড়ে ঘাসের সবুজে
দুজন বসেছি মুখোমুখি;
আকাশের আলোয় তোমার মুখখানি
দেখেছি অনেক সুখি।
হাতে হাত রেখে দুচোখের মায়াবী খাঁচায়
আমার স্বপ্নের সব পাখিরা স্বেচ্ছায় বন্দিত্ব নিলো,
সপ্রতিভ তোমার হাসিতে ওরা খাঁচাছেড়ে আগামীর
দিগন্তে উড়াল দিলো।
চারপাশে সবুজ ঘাসেরা আমাদের ঘিরে
আশীর্বাদ করেছে, তা তুমি বুঝতে পারনি,
অনুভব করতে পারনি-ে তুমি
একালের মহুয়া সুন্দরী।
প্রকৃতির মধ্যে ডুবে থাকা গুপ্ত ঘাতক কীটেরা
যেভাবে সুন্দর খেয়ে ফেলে, তেমনি তোমাকে
গ্রাস করতে আসবে কালের করাত;
কেমন করে যে সবুজের হাসি হাসবে তোমার বরাত,
আমি জানি না তা,
শুধু জানি মহুয়া সুন্দরী,
ঝড়ঝঞ্ঝাময় জীবনের রাজপথ
গর্বিত হবেই যখন গড়বে আমাদের প্রেমের বিজয়ী রথ।
দক্ষিণে দরিয়া সাক্ষী উত্তরে ঐ হিমালয়
জীবন জগৎ হবে প্রেমময়; আর কোনো মৃত্যু নয়।