নতুন ধানের চারা দেখো
বাতাসে বাতাসে দুলে খেলছে কেমন
নতুন পাখির চোখে দেখো
স্বপ্ন আকাশে ডানা মেলছে কেমন!
হতাশা রচেনা কোনো জয় জীবনের,
স্বপ্ন সোনালি প্রত্যয় জীবনের
ডেকে আনে সবুজ সকাল।
নতুন ধানের চারা দেখো
বাতাসে বাতাসে দুলে খেলছে কেমন
নতুন পাখির চোখে দেখো
স্বপ্ন আকাশে ডানা মেলছে কেমন!
হতাশা রচেনা কোনো জয় জীবনের,
স্বপ্ন সোনালি প্রত্যয় জীবনের
ডেকে আনে সবুজ সকাল।