পরোটায় তেল খায়
তেল খায় তেলিতেও
তেল ছাড়া চাও যদি
লুডু-মুডু খেলিতেও
জিতবানা জেনে রেখো
জিতবানা মনু গো,
তেল আছে ভাড়ে যার-
‘মুই কিবা হনু গো’
ভাবে সেই।
তেল ছাড়া এ জীবনে
গতি আছে? গতি নেই।
পরোটায় তেল খায়
তেল খায় তেলিতেও
তেল ছাড়া চাও যদি
লুডু-মুডু খেলিতেও
জিতবানা জেনে রেখো
জিতবানা মনু গো,
তেল আছে ভাড়ে যার-
‘মুই কিবা হনু গো’
ভাবে সেই।
তেল ছাড়া এ জীবনে
গতি আছে? গতি নেই।