আজব প্রেমিক তুৃমি বটে / সাইফ আলি

পাহাড়কে শান্ত্বনা দিতে গিয়েছিলো কোনো একজন
বলেছিলো, সামান্য এই ঝরনার স্রোতে তুমি বলো
কতোটুকু হারাবে তোমার! পাহাড় তা শুনে শুধু হেসে
বলেছিলো, তুমি তাই ভাবো? ঝরনা প্রেমিক তুমি বটে!

সাগরকে শান্তনা দিতে বলেছিলো মহা বিদ্যান,
কেনো তুমি খামাখাই কেদে তিতে করে ফেলো এই ঢেউ;
তোমার কষ্ট এতো কিসে? সাগর অবাক হয়ে বলে,
তিতে কোনো কষ্টের নাম! আজব প্রেমিক তুৃমি বটে!