বোধের মধ্যে বোধের মৃত্যু নির্বোধে তাই খেলছে তাস
বোদ্ধা তোমার ঘরেই আগুন, করছো তবু কার তালাশ?
খুব পেকেছো, পাকার বালায় জানতে আগেই; জানতে না?
হুস থাকে যার বেহুস হওয়ার সম্ভাবনা কেবল তার,
মানতে তুমি; মানতে না?
বোদ্ধা তোমার বোধের মধ্যে গলদ কোথায় তাই খোঁজো
তোমার মতের বিরুদ্ধে ঝড় উঠলে কেনো মুখ গোঁজো?
মরুভূমির উটপাখি হও; বলবে তোমার নিয়ত কি,
বোধের আলোয় পথ না পাওয়ার ভাববে না কৈফিয়ৎ কি?