মায়াবতি ম্যাজিক দেখাও
এই চোখে ক্লান্তি নেমেছে
মায়াবতি কথা কও, হাত রাখো চুলের গোড়ায়
বিন্দু বিন্দু ভয়, জমেছে শিশির।
মায়াবতি চোখ তুলে চাও একবার…
দেয়ালে ঠেকেছে পিঠ
খাদের কিনারে এসে চেতনার সবকটি পা
থরথর কাপে,
মায়াবতি, তোমার বুকের তাপে
চেপে রাখো; আরো জোরে,
বের হোয়ে যাক সব ভীরু নিশ্বাস।
মায়াবতি ম্যাজিক দেখাও
চোখে রাখো হাত,
একবার ঘুমের গভীরে
আমিও হারাতে চাই;
আমাকেও প্রেমিক বানাও।
মন্তব্য করুন