১.
মাটির কাছে একটা সবুজ ভবিষ্যতের গল্প আছে
তোমরা যারা কান রাখোনা মাটির বুকে
তাদের কাছে সেই সবুজের গল্পটা
কেমন যেনো প্রলাপ লাগে।
২.
ইট পাথরের এ সভ্যতায় সবুজটা ঠিক মানায় না
মগজ পাড়ায় বুকের খবর জোর করে কেউ আনায় না।
আর যা আসে ভাসা ভাসা পানার মতো ভেসেই যায়;
হয়তো আমিই উল্টোমানুষ, সবুজ ভালোবেসেই যাই।