আমার আঙিনা জুড়ে ফোটে কত ফুল
ভ্রমরেরা গুন গুন গান গেয়ে যায়
কতো রাত জোসনার আলোতে ভাসে
কখনো শূন্যতারা আমাকে ভাবায়-
আঙিনায় চিরকাল থাকবেনা সুখের সুদিন
কিংবা আঙিনা বলে থাকবে না কোনো কিছু আর
নতজানু হই আমি সেজদায় তখনি লুটাই
ক্ষমা করে দিও প্রভূ, কাদে এই গোলাম তোমার।।
জেনে না জেনে যে কতো ভুল হয় তুমি তো জানো
বুঝে না বুঝে যে কতো ক্ষয়ে যায় সোনালি সকাল
আমার মায়ের বুকে যতটুকু মমতা
তার চেয়ে বেশি যদি তোমার অধিকার হয়
ফিরাবে না জানি তুমি ফিরাতে পারবে না
অধম এ গোলামের কোনো আবদার।।
ওগো রহমান ওগো করুনার আধার…
আশাবাদী হই আমি সেজদায় সেজদায়
নতজানু গোলাম তোমার।