আসিফারা শান্তিবাদী হতে দেয় না
আসিফারা বারবার গভীর ঘুম থেকে টেনে তোলে
আসিফারা বারবার বদলার আগুন জ্বালায়
অথচ আমরা কত শান্তির গান শুনি
কপোত উড়াই;
শামুকের মতো খুব নিজেকে গুটিয়ে রাখি
পাছে কেউ বলে ফেলে- ‘যবনের জাত,
কাফেরের বুকে পিঠে ছুরি মেরে খায়!’
আমরা ঢাকের তালে নাচতে শিখেছি
আমরা উরুর ভাঁজ খুলতে শিখেছি;
আমরা শুনেছি বীর খালিদের ঘোড়ার আওয়াজ
সে ঘোড়ার পিঠে চড়ে দেখবার জাগেনি খায়েস!!