চক্ষু শীতল হোক
পোষমানা বুকের বোতাম
ছিড়ে গেলে বের হোক বুনো কবুতর
হৃদয় শীতল হোক
লতানো সুখেরা সব তরতর
উঠে যাক মজবুত জাংলার পিঠে।
খোলসের ঝিকমিক রঙ
রুপালী পুটির যত তেলতেলে পেট
সাতবেলা আহার্য্য নাই হোক
জল আর শাদা ভাত মুখে
হালাল টাকার সাদ
পাক তবু কেউ।
আর যদি রোদহীন দুর্বার পিঠ
বিপ্লবী হয় কোনোদিন
সেও যেনো ছুঁতে পারে
লোনা ঘামে স্বার্থক ভেজা আস্তিন।