জানালায় দুটো চোখ
দুটো হাত অসহায়
দুটো ঠোঁট কাপা কাপা
বলে বার বার…
প্রভুগো কবুল করো তোমার পথে
পায়ে পায়ে হেটে যায় কলিজা আমার।।
জানালার চোখ দুটো নীল নীল নীলাকাশ
হাত দুটো প্রিয় জায়নামাজ আমার,
দুই ঠোঁট জান্নাতি দরজা সারাক্ষণ
অফুরান নেয়ামত সেই দরজার।
আমার মায়ের মুখ
আলোয় আলোকিত করো পরোয়ার।।
ছায়াময় বৃক্ষ সে
যুদ্ধের ঢাল তার
অবারিত পাঁজরের
সুকঠিন হাড়…
প্রেরণার মশালটা বাড়িয়ে দিয়ে
বলে, নিজ কাধে তোলো জীবনের ভার।।
আমি সেই বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়েই
রচে যায় জীবনের রঙিন মিনার,
সেই বুকে মাথা রেখে সংগ্রাম বুঝে নিই
খুঁজে নিই বিজয়ের সাহস আমার।
আমার পিতার মুখ
আলোয় আলোকিত করো পরোয়ার।।