প্রিয় দেশ
তোমার উত্তরোত্তর উন্নয়নের যাত্রাপথে
কখনোই কাটা হতে চাইনি
তোমাকে বিব্রত করতে চাওয়ার মধ্যে কোনো বাহাদুরী নেই
তবে কিনা মাঝে মাঝে কটুক্তি করে বসি…
তুমি কি সত্যিই বিব্রত হও?
ধর্ষীতার লাশ তোমার সবুজ আচলে
অধিকার আদায়ের লড়ায়ে আহত যুবক
অর্থনৈতিক মুক্তির নামে লুটের মহড়া কিংবা
সংস্কৃতির নেংটা বহিঃপ্রকাশ তোমাকে বিব্রত করে?
প্রিয় দেশ,
তোমার যদি রক্ত মাংশের চোখ থাকতো
তাহলে বর্ষা ছাড়া আর কোনো ঋতুই থাকতো না,
তোমার যদি প্রতিবাদ করার নিজস্ব ভাষা থাকতো
তবে শুধু আষাঢ়ের তুমুল গর্জণ ছাড়া আর কোনো শব্দের রেশ থাকতো না।
তোমার মনের কথা কবির কলমে যদি অক্ষর পেতো
চারিদিকে নজরুল জাগতোই …
আমাদের দুর্বল হাত তবু বার বার
তোমার নাড়িতে রাখি-
তুমি কি সুস্থ আছো?