সত্যি বলতে, একটা অপারগতার অপরাধবোধ প্রচন্ড মেঘ তৈরি করছে
আমি জানি এই মেঘ ভেঙে বৃষ্টি নামলেও তাতে
ফলদ বৃক্ষরাজির কোন লাভ নেই
লাভ নেই কারণ, পরগাছাদের রাজত্যে এ বৃষ্টি
বরং হিতে বিপরীত হবে সন্দেহ নেই।
চাষাবাদ ভুলে গেছি,
লাগল না দিয়েই
আগাছা না উপড়েই চলছে সেচ;
আগাছা আর পরজীবির বাম্পার ফলনে অতিষ্ট কৃষক হৃদয়।
ডাকটিকিট, অক্টোবর-ডিসেম্বর ২০২১
মন্তব্য করুন