মাটির ঘরে চান্দের আলো
চুয়ায় খ্যাড়ের ফাঁক দিয়া
আমার ঘরে চুয়ায় নারে
বলিস তাঁরে ডাক দিয়া।।
তোরা আমায় কি ঘর বানায় দিলি
সবাই মিলে রইলি কেবল একেলা রাখিলি
আামায় একেলা রাখিলি।
তোদের ঘরে সূর্য আসে
আসে মাতাল হাওয়া,
আমার ঘরে নিষেধ বুঝি
সবার আসা যাওয়া।
একলা আমায় পর করিয়া
ক্যামনে তোরা দিলি!?