যখন কেবল অন্ধকারের গান হবে
তখন ভোরের সূর্য তুমিই ডেকো;
কেউ যদি আর পথের সঙ্গী নাই থাকে
তখন তুমিই বটের মতো ছড়িয়ে তোমার বাহু
দু’চোখ মেলে থেকো।
যখন কেবল অন্ধকারের গান হবে
তখন ভোরের সূর্য তুমিই ডেকো;
কেউ যদি আর পথের সঙ্গী নাই থাকে
তখন তুমিই বটের মতো ছড়িয়ে তোমার বাহু
দু’চোখ মেলে থেকো।