সময়ের ছড়া-০৭ / সাইফ আলি

ছুডো ছুডো পোলাপাইন
রাজনীতিতে নাম লেখায়,
কথায় কথায় কেমুন লাগে
হল ছাড়নের ভয় দেখায়।

ডর লাগে!!
হল কি তুমার বাবার জাগা?
কাপছি ভীষণ; জ্বর লাগে!!!

ইচড়েপাকা দ্যাখলে তোগো
ক্যামন যেনো দরদ হয়,
এমনে করে পরজীবি কি
সত্যিকারে মরদ হয়?

এখানে আপনার মন্তব্য রেখে যান