মেঘলা আকাশ
বৃষ্টি কল্পনায় মজে আছে চারপাশ
এখনি নামবে
হৃদয় হরণ করা বৃষ্টি সুধা তাই
এলোমেলো ছুটছে বাতাস…
তুমি কি পারোগো বৃষ্টি আমার এই
হৃদয়ের দাবানল নিভিয়ে দিতে
ফিরিয়ে দিতে সেই প্রিয় স্পর্শ
ভুলিয়ে দিতে তার বিভৎস লাশ।।
লালে লাল রাজপথ রক্তের রঙে তার
বুক ভরা সুরভী মুক্তির চেতনার
যুক্তির বেড়াজাল ছিন্ন করে তবু
নামলো এ কেমন আঁধার।
তুমি কি পারোগো বৃষ্টি আমার এই
ভাইহারা বেদনার তাপ কমাতে
থামিয়ে দিতে সব হিংসার দ্বন্দ্ব
বুকে নিয়ে শহীদের প্রিয় নির্জাস।।