চাইনি গোলাপ পাপড়ি খুলে জাগবে এমন লালে / সাইফ আলি

চাইনি গোলাপ পাপড়ি খুলে জাগবে এমন লালে
চোখ পড়ে যায় আমার বোনের ছিন্ন ছেঁড়া গালে
চাইনি নতুন সকাল আসুক এমন করুণ হালে…

এখন সবুজ মাঠের বুকে পা রেখে হই খুনি
সবুজ লালের কোলাজ যেনো তার চিৎকার শুনি
যার শরীর খুবলে খেয়েছিলো মরার পঙ্গপালে।।

(অসমাপ্ত)

এখানে আপনার মন্তব্য রেখে যান