:আজকাল সুদ ঘুষ কোনো অপরাধ না
মাত্রাটা ঠিক রেখে খেলে মামা ক্ষতি কি
তাছাড়া এ বাজারে সৎভাবে গতি কি?
ভাগ্নের কথা শুনে বলে মামা- তা বটে,
তাহলে তো সবই ঠিক আশেপাশে যা ঘটে।
:যেমন?
:এই ধর, ছোটোখাটো চুরি আর ডাকাতি
দু’একটা খুন-টুন, ধর্ষণ, ছিনতাই…
:ধুর ছাই কিসে কি??
:তেলে আর জলে কভু একসাথে মিশে কি?
সুদ ঘুষ ক্যান্সারে দিনে দিনে চুষে খায়
গরিবের অধিকার ক্রমাগত শুষে খায়;
মাত্রাটা যাই হোক বিষ সেটা বিষই হয়।
অবশেষে ভাগ্নের বোধোদয় ঘটেছে
আজকাল সুদ ঘুষ ছোঁয় না তা মোটে সে।
মন্তব্য করুন