আহলান সাহলান
রামাদান মাহে রামাদান
আল কোরানের মাস এলোরে
রহমতের মাস এলো
মাগফিরাতের মাস এলোরে
নাজাতের ঐ মাস এলো
জাগো মুসলমান, জাগো মুসলমান।।
খুলেছে রাইয়ান দরজা খোদা
রোজাদারের উপহার
নাও লুফে এই সুজোগ তোমার
শুকর গোজার করো তার।
দান করো আজ হৃদয় খুলে
ভোগ বিলাসের পথ ছাড়ো
খোদাভীতির প্রদীপ জেলে
হৃদয়টাকে পাক করো
জাগো মুসলমান, জাগো মুসলমান।।
মন্তব্য করুন