ক্ষমতার দাপট তোমার!
আশ্রিত গোলামেরা এরকম ভুলভাল ভাবে
তাদের চোখের সীমা এতটাই ভোতা
আয়নায় নিজেকে দেখেনা!
পিঠে কারো বাহবার হাত
গোলামির শিকল দু’পায়ে
ধারালো অস্ত্র হাতে লাল চোখে চেয়ে থাকে
নিরস্ত্র জনতার চোখে
ভুলে যায় নিজের কাতার…!!
তুমি যার মসনদ জোরে
নিজের কাতার ছেড়ে দাঁড়িয়েছো মুখোমুখি আজ
সে তোমার পিঠে রেথে হাত
বাহবা দিচ্ছে ভাবো? তুমি বড় বোকা!!
সে তোমার পিঠে রেখে হাত
আসমান ছুঁতে চায়,
স্বর্ণলতার মতো চকচকে পরজীবি সেও…
ক্ষমতার দাপট তোমার!
দৃষ্টির সীমানা বাড়াও
অলস দুপুরে তুমি একা এক কুকুরের মতো
অসহায় নিজেকে তাড়াবে…
মন্তব্য করুন