তুমি আমি যদি আরো কিছু পথ একা
এভাবে হাঁটতে হাঁটতে পৌছে যাই
দূর বহুদূর পৃথিবীর দুই প্রান্তে
এবং কেবল ভরশা বরষায়
রাখি
আর থাকি
একলাই…
কেউ নাই, কিছু নাই
ডুবে যাই হতাশায়
তবে
তুমি কি আমার হবে?
হবে না হবে না
তাই এসো এই রাস্তায়
হাতে হাত রেখে আজ হারাবো দুজনাই…
তুমি আমি যদি আরো কিছু পথ একা
এভাবে হাটতে হাটতে পৌছে যাই
দূর বহুদূর পৃথিবীর দুই প্রান্তে।
অভিমান সে তো প্রেমজাত কিছু গল্প
তাকে মনে রেখে এভাবে হারতে নেই
দু’জন দু’দিকে মুখ করে কিছু হাঁটলে
ফিরে যেতে হয় বরাবর পেছনেই;
আমি পেছন ফিরেছি, ডাকছি তোমাকে, শুনছো-
আমি ডাকছি তোমাকেই…
তুমি আমি যদি আরো কিছু পথ একা
……………………………..
…………………………..
হাতে হাত রেখে আজ হারাবো দুজনাই…
(গান)
মন্তব্য করুন