শহর বাড়ি
কোট কাচারি
চাঁদের গাড়ি ভেসে যায়
একলা বসে সভাব দোষে
ভিজবো বলে জোছনায়।।
হোক অযথা কাব্য কথা
ভাববো না ভাবনা হারাক
লাজুক ঠোঁকে মুচকি হাসি
রঙহীন; রঙ ফিরে পাক।।
আর জোছনা আসুক জানালায়…
মন মন মন চুপ দাঁড়িয়ে হারিয়ে সব
চারিদিকে আজ শুধু হারানোর উৎসব
হারিয়ে গেছে সকালের রোদ
দেয়লে দেয়ালে খেয়ালে
সুখের রুটি ভাগ করে খায়
যেখানে সেখানে শেয়ালে।
তবু হোক অযথা স্বপ্ন গাঁথা
সোনামনি ঘুমিয়েই থাক!
তুমি আমি চুপ, চারিদিকে চুপ
চাঁদের গাড়ি ভেসে যায়;
একলা বসে সভাব দোষে
ভিজবো বলে জোছনায়!!?
মন্তব্য করুন