হয়তো আমার সুখের ব্যরাম কিলায় দিনে রাতে
দুঃখ কেনার পয়সা পাতির টান পড়েছে হাতে
তা না হলে সাধেই কি আর এই সুবিধা ছাড়ি
একটুখানি নিচু হলেই পয়সা কাড়ি কাড়ি!
না না জনাব ফাজলামি না আতলামি না কোনো
তোমরা যারা বিবেক বেচে কচকচে নোট গোণো
বলছো আমি চল বুঝি না উল্টো চলি স্রোতে
কি ক্ষতি হয় একটু যদি জ্বী বলি সেই মতে
যেই মতে হয় পরের ঘরে কঠিন নজরদারি
নিজের ঘরে বিবেক ধুয়ে নেংটা হতেও পারি!
এটাই আমার সুখের ব্যরাম, তোমরা তো বেশ সুখি;
ঘাড় ত্যাড়া এক বিবেক আমার দাঁড়ায় মুখোমুখি।
মন্তব্য করুন