জানালায় জানালায় হাতছানি তার
দরজায় ঝুলে এই উপসংহার-
খুলে দাও খুলে দাও
খুলে দাও হাতকড়া খুলে দাও
এ মায়ার হাতকড়া খুলে দাও
রাজপথ হবে সংসার।
নতুন দিনের ফুটেছে আলো
পাখিরা আকাশে মেলেছে ডানা
মিছিল নিয়ে আজ এগিয়ে যাবো
মানবো না কোনো বাধা কোনো সীমানা
প্রতিরোধে মিলবো এবার।।
………………
……………………….
মন্তব্য করুন