খুব বেশি কাছাকাছি এলে
নাকে লাগে বকুলের ঘ্রাণ
চোখ বুজে দম নিই
যতটা বাতাস আটে ছোট্ট এ বুকের পাঁজরে,
ফজরের নামাজের পর
আমাদের রাস্তার মোড়
মজে থাকে বকুলের প্রেমে।
খুব বেশি কাছাকাছি এলে
মনে হয় আমি
মাত্র নামাজ শেষে
দাঁড়িয়েছি এসে
বকুলের ঘ্রাণ নিতে
আমাদের রাস্তার মোড়ে
বেশিক্ষণ থাকবো না,
চলে যাবো; বুকে নিয়ে তোমার সুবাস!
মন্তব্য করুন