:কবিতার মেঘ এলো
এলোমেলো
উড়লো খানিক
নাগরিক প্রেমে তবু বৃষ্টি এলোনা।
ছাতা হাতে বের হলে তুমি
ভয় পাও? বৃষ্টি মাখোনা?
কবিতারা ঝড় হয়ে এলে
তখন?
:এখন কবিতা শুধু রোদ
দারুণ কঠিন তাপে হৃদয়ের জমাজনি চৌচির ফেঁটে,
তোমার পকেটে যদি কবিতার মেঘ থাকে প্রিয়
মেলবোনা ছাতা।
‘এবার বৃষ্টি হয়ে নামুক কবিতা
অঝর বৃষ্টি হয়ে নামুক কবিতা…’
মন্তব্য করুন