আলো আর আঁধারে ঘিরেছে চারপাশ
শূন্যতা মজে আছে গভীরে বুকের
দুচোখের জড়তায় কথা পায়নি প্রকাশ
তৃতীয় চোখ মাপে দুঃখ সুখের শত কবিতা
আহা জড়তা!
আঁধারের হাত ধরে হেঁটে যাওয়া কবিতার মুখে
কি দারুণ রোদ পড়ে ঝলমল করে এ দুপুর
বনানীর সুখ মেখে নিশ্চুপ কাটে অবসর
দূর থেকে ভেসে আসে কল্পিত নুপুরের সুর;
ভেসে আসে বোবাদের দুচোখের চঞ্চলতা।।
এভাবেই কাটে দিন
কিছু ঋণ কখনই শোধ হয় না,
অনেক বলার তবু কিছুতেই বলা হয় না….
মন্তব্য করুন