কারো মন অকারণ
মেঘ মাখে সারাগায়
বাতাসে বাতাসে
সে উড়ে বেড়ায়।।
কারো মন পাহাড়ে, পাহাড়ের সবুজে
পাখি হয়, গান গায় বুঝে না বুঝে;
সুখি হয়, দুঃখ পায় আকাশের ইশারায়।।
কারো মন নগ্ন পায় ছুটে যায় সমুদ্রে
ছায়াপথ হয়ে যায় রাত্রির আঙিনায়…
আর আমার একটি মন
একলাটি সারাক্ষণ
ভিজে ভিজে সারা হয়
এক অদ্ভুত জোছনায়;
চন্দ্রহীন রাত্রিদিন
সে আপন পূর্ণিমায়।।
মন্তব্য করুন