নীল দাগে তার আকাশ ছিলো চেনা
সবুজ দাগে বন,
লাল দাগে সে চিনতো গোলাপ কুঁড়ি
শাদাতে কাশবন।
হলুদ রঙে আঁকতো মায়ের শাড়ি
খোপায় দিতো বকুল ফুলের মালা
প্রজাপতি আঁকতে গেলেই
নানান রঙের পালা।
রঙের উপর রঙ চড়িয়ে খোকা
আঁকতো পাহাড়, সাগর, নদী, ফুল;
হঠাৎ কে যে ভুলিয়ে দিলো সব
কেউ বলে সে ধরেছে স্কুল!
এখন খোকা সে সব ছবিই আঁকে
যে সব ছবি সিলেবাসে থাকে।
কিশোর পাতা, কার্তিক ১৪২৫, অক্টোবর ২০১৮ এ প্রকাশিত
মন্তব্য করুন