কবিতার পিঠে চড়ে এসেছিলো যে আবেগ
হৃদয়ের পাতা তার ঘর হোক,
আনন্দ বেদনায় রঙ ঘুড়ি উড়িয়ে সে
নিরবে কবির সাথে কথা কোক।
কবি, কতদূর শব্দের ঘর তুমি গড়েছিলে জানো কি?
কতটা আবেগে পুড়ে খাঁক হলে হিসেব কি করেছো;
জেনেশুনে এ কেমন বন্ধুর পথ তুমি ধরেছো!
শব্দের কারবারে হৃদয়কে নিয়ে তুমি মেতেছো;
আত্মশিকারী তুমি এ কেমন মায়াজাল পেতেছো!!
মন্তব্য করুন