একদিন এবেলা তো আসবেই
মানো আর নাই তুমি মানো,
আঁধারের পথে হবে যাত্রা
মিছে তবে কার ভয়ে লুকানো?
সফরের দিন শেষে মুসাফির
আপনার নীড় ফিরে পাবে কি,
কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌছে
বিজয়ের স্মৃতি আওরাবে কি?
ভেবে যার মন কভু কাঁদে না
সে কেবল নিজেকেই হারাবে
মানো আর নাই তুমি মানো।।
কোন স্বার্থের মোহে ভোলে গো মানুষ
জীবনের এতবড় পরিচয়
বেলা শেষে একদিন আঁধারে
মৃত্যুর সাথে হবে পরিণয়…
মন্তব্য করুন