কঠিন সময় যাচ্ছে খুবই সহজভাবে
সব কিছু যা পক্ষে ছিলো তার হিসাবে
শূন্য কড়াই,
করছি লড়াই নিজের সাথে
নিজের হাতে হাত রেখে বেশ
চলছি এ পথ দেখছে সবাই;
অন্য কারোর তালাশ করে কি লাভ হবে?
কেই বা কবে সহজ শর্তে হাত ধরেছে?
কঠিন সময় যাচ্ছে খুবই সহজভাবে…
কঠিন প্রশ্ন সহজভাবে করার শিল্প
সত্য-মিথ্যা সমান্তরাল ধরার শিল্প
শিখতে হবে
এবং কবে কোন কথাটা তুললে পরে
জয়ের মাল্য আপন কণ্ঠে সেট করা যায়
শিখতে হবে
কিন্তু আমি ছাত্র খারাপ পাশ ওঠে না।
মন্তব্য করুন