তোমার আমার মধ্যখানে চাঁদ ব্যবধান
আর ব্যবধান উসকে দেওয়া এই বাতাস;
তোমার উঠোন বৃষ্টিভেজা যে বর্ষায়
সে বর্ষাতেই আমার ঘরে বন্যা হয়
তোমার আমার মধ্যখানে বর্ষাভয়।
তোমার প্রিয় অশান্ত এই নদীর পাড়
আমার প্রিয় লোকালয়ের ভাঙন-ভয়
তোমার নদী আমার নদী এক তো ঠিক
তোমার আমার মধ্যখানে ঘোর তফাৎ।
মন্তব্য করুন