সবটুকু সুখ একলা নেবো
একলা নেবো বৃষ্টিটুক,
তোমরা নিলে নিতেই পারো
একটু আধটু এক চুমুক।
সবটুকু মেঘ একলা আমার
রঙধনু-রঙ সবগুলো,
তোমরা কিছু চাইলে নিতে
নিতেই পারো সব ধুলো।
কি বলো ছি! একলা নিছি!!
দুঃখটুকু সব তোমার,
কলের ধোয়া, নগর জীবন
বিষাক্ততা সব বোমার।
এতেও যদি কম পড়ে যায়
রোজ সকালে হাত পাতো,
পয়সা পাবা, পাত্তি পাবা,
মিলবে কতক ডালভাতও।
বিশ্বগায়েঁর রাস্তা দিয়ে
সকাল বিকাল হাঁটবা না?
তাই যদি হয় গাঁয়ের মোড়ল…
ভুইলা গেছো!? চাটবা না??
মন্তব্য করুন