বন্দর খুঁজে মরে মাঝি
শূন্যতা বুকে নিয়ে চেয়ে থাকে নদীর কিণার,
দিক ভোলা মাঝি বায় দাঁড়;
চারিদিক হাহাকার কোরে বলে- মাঝি, এই আমি;
কতদূর খুঁজবি আমার??
মাঝি তবু দাঁড় বায়
এদিক-সেদিক চায়
বন্দর খুঁজে খুঁজে মরে,
শূন্যতা বুকে নিয়ে মজে থাকে নদীর কিণার।
বন্দর খুঁজে মরে মাঝি
শূন্যতা বুকে নিয়ে চেয়ে থাকে নদীর কিণার,
দিক ভোলা মাঝি বায় দাঁড়;
চারিদিক হাহাকার কোরে বলে- মাঝি, এই আমি;
কতদূর খুঁজবি আমার??
মাঝি তবু দাঁড় বায়
এদিক-সেদিক চায়
বন্দর খুঁজে খুঁজে মরে,
শূন্যতা বুকে নিয়ে মজে থাকে নদীর কিণার।
মন্তব্য করুন