রাতে ফের কথা হবে আমাদের
জোছনার আলো মেখে সারাগায়
দাঁড়িয়ে থাকবো আমি একা,
শিউলীর ঘ্রাণ নিয়ে
তুমি এলে বাতাসের শাড়ি গায়
দুলে উঠে কাশবন জানাবে;
কি পোশাক পরে আমি আসবো
শাদা পাঞ্জাবী হলে মানাবে?
রূপোর থালার মতো চাঁদটা
নদীজলে সাঁতরাবে সারারাত
আমি হবো নাওছাড়া মাঝি আর
তুমি হবে দাঁড়বাওয়া দুটো হাত।
মন্তব্য করুন