অচল মুদ্রা বুকে নিয়ে মান
অভিমান করে বলে-
আমাকে ফেলে কি সংসার কারো চলে?
লোকে হাসে, হায়, কি বলে অচল শোনো!
তোর দিকে আর তাকাবোনা কক্ষনো।
অচল মুদ্রা দারূণ কষ্টে হাসে-
তুইওতো অচল আজ বাদে কাল ভোরো,
এতটা দম্ভ নেশাতুর কোন ঘোরে!?
অচল মুদ্রা বুকে নিয়ে মান
অভিমান করে বলে-
আমাকে ফেলে কি সংসার কারো চলে?
লোকে হাসে, হায়, কি বলে অচল শোনো!
তোর দিকে আর তাকাবোনা কক্ষনো।
অচল মুদ্রা দারূণ কষ্টে হাসে-
তুইওতো অচল আজ বাদে কাল ভোরো,
এতটা দম্ভ নেশাতুর কোন ঘোরে!?
মন্তব্য করুন