শুকনো পাতার বুকে জমে থাকা শব্দের মোহ
আমাকে শেখায় প্রেম, সাবলিল ভালোবাসা, দ্রোহ;
শুকনো যে ডাল আজ উনুনের অন্তরে জ্বলে
সেও কিছু কবিতার সবুজ অতীতকথা বলে।
আমি কিসে বুদ হই, কোন পরাজয়ে পরাজিত;
আমি কোন আঁধারের বুক ছুঁয়ে হবো সংকিত?
শুকনো পাতার বুকে জমে থাকা শব্দের মোহ
আমাকে শেখায় প্রেম, সাবলিল ভালোবাসা, দ্রোহ;
শুকনো যে ডাল আজ উনুনের অন্তরে জ্বলে
সেও কিছু কবিতার সবুজ অতীতকথা বলে।
আমি কিসে বুদ হই, কোন পরাজয়ে পরাজিত;
আমি কোন আঁধারের বুক ছুঁয়ে হবো সংকিত?
মন্তব্য করুন