কল্পিত মানবীর চুল ছুঁয়ে দাড়িয়েছি রাতে
পেছনে হাওয়ার মতো মৃত্যুর পরোয়ানা হাতে
তুমি কেহে অনুচর অগোচরে শ্বাস ফেলো কাঁধে?
এ রাত কেমন দেখো স্নিগ্ধ তারার ফুল সাধে!
এ রাত কেমন দেখো মৃত্যু সহজ কোরে আনে!!
সেওকি আমার মতো তোমার অবস্থান জানে?
কল্পিত মানবীর চুল ছুঁয়ে দাড়িয়েছি রাতে
পেছনে হাওয়ার মতো মৃত্যুর পরোয়ানা হাতে
তুমি কেহে অনুচর অগোচরে শ্বাস ফেলো কাঁধে?
এ রাত কেমন দেখো স্নিগ্ধ তারার ফুল সাধে!
এ রাত কেমন দেখো মৃত্যু সহজ কোরে আনে!!
সেওকি আমার মতো তোমার অবস্থান জানে?
মন্তব্য করুন