মেঘ চলে যাও, পর্দা সরাও, দেখি
তারায় তারায় মোহজাগা ঘন রাত!
মুঠো খুলে ফেলো, মুঠো খুলে ফেলো, একি
বৃষ্টি আনোনি; প্রেমহীন খালি হাত!?
মেঘ ফিরে এসো, চাঁদ ফিরে এসো, তারা
একসাথে সব প্রয়োজন আজ রাতে,
বৃষ্টি আসুক, জ্বলুক তারারা দূরে
প্রেম নিয়ে এসো ভরপুর দু’টো হাতে।
চাই সবকিছু, শূন্যতা চাই ভরা!
আরো চাই এক এমন বসুন্ধরা-
বাধা থাকবেনা, সাধা হবে সবকিছু,
সময় থাকবে মর্জির পিছু পিছু।
মন্তব্য করুন