কে ভেঙেছে হাঁড়ি-পাতিল
কে ভেঙেছে শিশি,
দুয়োর বেঁধে তাই কাঁদছে
চন্দনাদের পিসী।
শিকেয় ছিলো মাছের বাটি
পায়েস ছিলো তাকে,
কি যে কপাল! সে সব কি রোজ
মিটসেফে কেউ রাখে?
কৌটো ভরা লঙ্কা ছিলো
পাতিল ভরা চাল,
সে-সব কিছু উল্টে দিয়ে
করলো কে এই হাল?
সব করেছে পাজীর সেরা
চন্দনাদের হুলো,
মারের ভয়ে পিঠের উপর
তাই বেঁধেছে কুলো।
মন্তব্য করুন