আবার হ্যামিলন; বাজাও বাঁশিওআলা,
বাজাও; সুরে সুরে মাতুক সমাচার-
মৃত্যু সুখি হোক, এখানে জীবনের
ঘটুক অবসান।
যে হাসি জোকারের যে হাসি হায়েনার
সে হাসি মুছে যাক সে হাসি ধুয়ে যাক,
নতুন জীবনের কারণ যে ভাঙন
সে তার বুঝে নিক সফল যৌবন।
আবার হ্যামিলন; বাজাও বাঁশিওআলা,
বাজাও; সুরে সুরে মাতুক সমাচার-
যে হাওয়া নেশাতুর জাগায় ঘুমঘোর
সে হাওয়া থেমে যাক, সে হাওয়া থেমে যাক।
নতুন করে ফের যুবতি বৃক্ষেরা
মাটির কাছ থেকে পাওনা বুঝে নিক,
শিশুর মুষ্ঠিতে পাপের আঙ্গুল;
মুঠো সে খুলে দিক, মুঠো সে খুলে দিক।
মন্তব্য করুন