কাকা কালো সানগ্লাস
কাকি পরে হাইহিল
কাজিনেরা আধুনিক
ড্রেস পরে পায় ফিল।
কাকা কালো বাজারের
রাজা, কাকি রাণী মা,
কালো টাকা শাদা কোরে
ভরে ফুলদানী, বাহ!
কাজিনেরা ইংলিশে
করে হাই-হ্যালো-বাই,
বাড়ি-গাড়ি ঝকঝকে
ভীনদেশী বিড়ি খায়।
তবু নাকি কাকাবাবু
রাত হলে কাবু বেশ,
কাকি মরে টেনশনে
শাদা হলো কালো কেশ।
কাকা বলে- ডাক্তার,
মরি মরি লাগে খুব;
ডাক্তার হেসে বলে-
মরণেই দিলে ডুব?
মন্তব্য করুন