কোন আলোর পরশে তুমি
ধন্য হলে গো কৃষ্ণপাথর,
কার ভালোবাসা প্রেমের ছোঁয়ায়
সুরভিত হলে, কোন সে আতর।।
যার করুণায় জ্বলেছে সূর্য
আলো নিয়ে খেলে ও চাঁদ তারা
মেঘে মেঘে যার করুনার জল
বয়ে চলে নদী, ঝরনার ধারা
তারই করুণায় পেয়েছো বুঝি গো
এ প্রেম নিরন্তর!
…………
মন্তব্য করুন