ছিঁড়িয়াছে পাল,
ভাঙিয়াছে হাল
ডুবুডুবু করে তরি।
নয়নেতে জল
করে টলমল
পারে না রাখিতে ধরি।
কেঁদে কেঁদে হায়
হবে কি উপায়
থামিবে কি এ তুফান?
নাকি আঁখিজল
হবে নিষ্ফল
বাঁচিবে না কারো প্রাণ।
নাকি দাঁড় ধরে
বাঁচিবার তরে
করা ভালো সংগ্রাম।
নিশ্চিত মরা
হতে ভালো করা
বাঁচিবার তরে শ্রম।
বিনা শ্রমে কাজ
হবে নাকো আজ
বসে বসে শুধু রলে,
শ্রম নাহি দিলে
নিচতার কুলে
রবে পড়ে নরকুলে।
(কবিতাটি ০৭,১২,২০০৭ তারিখে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার পাতাবাহার এ প্রকাশিত হয়। এটি আমার প্রথম পত্রিকায় প্রকাশিত কবিতা)
মন্তব্য করুন