ফুলেরা সুখি হবে
পাখিরা মেলে দেবে ডানা
শঙ্খ সুখ নিয়ে ভীষণ দৌড়োবে
মিলবে হারানো ঠিকানা।
আঁধারে জোনাকিরা জ্বলবে মিটিমিটি
যেনোবা আকাশের তারা
হঠাৎ খসে পড়ে ঝাওয়ের বুকে পিঠে
অবাক সুখে দিশেহারা।
হালকা এলোমেলো বাতাস বয়ে যাবে
দুলিয়ে শিউলির মোহ,
আমি তা চোখ বুজে মাখবো সারা দেহে
ঘুমোবে জ্বলে থাকা দ্রোহ।
25/10/18
মন্তব্য করুন