আহত সময়ের নাজুক চৌকাঠে পা রেখে
ভাবছি আমাদের ফেরানো ফিঠে কার তলোয়ার
শুনতে ভালো লাগে রাতের সঙ্গীত এখনো
এদিকে মুছে যায় অনেক ইতিহাস নিরবে।
শব্দে অনুরাগী ভায়ের খুন মাখে সহজেই
কি এক চেতনার ঘাতক ক্যাপসুলে আহত
সব হালাল হয় জারজ লকলকে জিহ্বায়
এবং শেষরাতে নিবিড় ঘুম আসে দুচোখে।
এখানে সুখ নেই এখানে সুখ নিতে আসিনি
কেবল দুইহাতে প্রেম বিলাবো বলে- নিয়ে যাও
এখনো কারা আছো এখানে চোখ মেলে কথা কও
পারলে কিছুক্ষণ এহাতে হাত রাখো সাথী হও।
19/10/18
মন্তব্য করুন