তালুবন্দি ভাবুকেরা গোল হোন
টকশোতে ঝড় তুলুন
আপনাদের মুখ আর বুকের দূরত্ব আমাদের ভাবায়
আমরা ভাবতে শিখি।
তালুবন্দি ভাবুকেরা গোল হোন
আপনাদের মগজের ধোঁয়ায়
আমাদের দৃষ্টি বিভ্রান্ত হোক
আমরা সুশিল হই।
পেয়ালায় গরম চা পাতি
নিশ্বাসে অবিশ্বাসের মন্ত্র
আর চোখে জমে থাকা ঘুমের ময়লা নিয়ে
আমরা অপেক্ষায় থাকি-
টকশোর কতক্ষণ বাকি?
21/10/18
মন্তব্য করুন