সারাটাদিন কেমন ছিলে
কেমন আছো সন্ধ্যাবেলা
খুব সহজেই প্রশ্ন করে জানতে পারি;
হয়তো তুমি বলবে, ভালো
এটা ওটায় দিন কেটেছে
যাচ্ছে কেটে সন্ধ্যাবেলাও।
কিন্তু আমি এমন পাঠক
পাঠ করে ঠিক ফেলবো বুঝে
তোমার মনের অস্থিরতা।
ভীষণ রকম ইচ্ছে হবে দেখতে তোমার
ভিডিও কলে সেটাও পারি খুব সহজে
কিন্তু আমার মন ভরে না।
এর নামই কি প্রেম বলে গো
এটাই বুঝি ভালোবাসা?
তাহলে তো ভালোই বাসি
বুঝেও তুমি ছল করো না?
অভিযোগের তীর ছুড়ে দাও-
‘সারাটাদিন কল করো না!’
মন্তব্য করুন